নেইমারের গোলে লজ্জা এড়াল পিএসজি

আপডেট: August 29, 2022 |
print news

লিগ ওয়ানে নিজেদের প্রথম তিন ম্যাচে ১৭ গোল করা পিএসজি এবার আর গোল উৎসবে মাততে পারল না। উল্টো মোনাকোর বিপক্ষে শুরুর দিকে পিছিয়ে পড়া চ্যাম্পিয়নদের সামনে একটা পর্যায়ে চোখ রাঙাচ্ছিল পরাজয়। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ার সুপারস্টার নেইমারের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে ক্রিস্তফ গালতিয়ের দল।

রোববার (২৮ আগস্ট) রাতে পার্ক দ্যা প্রিন্সেসে মোনাকোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। লিগে টানা তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচে পথ হারালো লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ২০ মিনিটে কেভিন ভোলান্ডের গোলে এগিয়ে যায় মোনাকো। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। আক্রমণের ধারা অব্যাহত রাখে মেসি-নেইনার-এমবাপ্পে ত্রয়ী। তবে প্রথমার্ধে কোনো ভাবেই সফল হয়নি পিএসজি। পিছিয়ে থাকে ০-১ গোলে।

তবে ম্যাচের ৭০ মিনিটে সমতাসূচক গোলের দেখা পায় স্বাগতিকরা। বক্সের মধ্যে নেইমারকে ফাউল করে বসেন মোনাকোর এক ফুটবলার। ভিএআর চেকে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে পিএসজিকে ম্যাচে ফেরান নেইমার। লিগে এটি নেইমারের ষষ্ঠ গোল। পাশাপাশি এখন পর্যন্ত সতীর্থকে দিয়ে ছয়টি গোল করিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।

চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পিএসজি। চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে মোনাকো।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর