ভারত হালকাভাবে নিতে চায় না হংকংকে

আপডেট: August 31, 2022 |

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার (৩১ আগস্ট) হংকংয়ের মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে টিম ইন্ডিয়া। তবুও হংকংকে হালকাভাবে না নিয়ে খেলতে চায় ভারত, নিশ্চিত করতে চায় সুপার ফোর- জানালেন অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ে এশিয়া কাপ শুরু হয়েছে ভারতের। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথের পরতে পরতে ছিল রোমাঞ্চের ছড়াছড়ি। শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়ার আগ্রাসী ব্যাটিংয়ে মধুর প্রতিশোধ নিয়েছে টিম ইন্ডিয়া। চাপের মুখে ভেঙে পড়েনা ভারত। সেটা এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে আরও একবার প্রমাণ করেছে কোহলিরা।

পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কোহলির ব্যাট থেকে আসে ৩৫ রান। সমান রান তোলেন অলরাউন্ডার জাদেজাও। চাপমুক্ত হয়ে খেলতে পারাই নাকি ম্যাচ জয়ের মূল মন্ত্র ছিল। এমনটাই জানান অলারাউন্ডার জাদেজা। দ্বিতীয় ম্যাচেও হংকংয়ের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য তাদের।

জাদেজা বলেন, ‘ভারতের হয়ে খেলা সব সময়ই চাপের। ব্যাটিং-বোলিং যাই করি না কেন, নিজের দায়িত্ব ঠিকভাবে পালনের চেষ্টা করেছি আমরা। পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী পুরো দল। তবুও হংকংকে হালকাভাবে নিচ্ছি না। ইতিবাচক ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য। সেরাটা দিতে পারলে ম্যাচ জয় কঠিন হবে না।’

গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ভূবনেশ্বর। তার ৪ উইকেটের সঙ্গে পান্ডিয়া বিদায় করেন তিন পাক ব্যাটারকে। ম্যাচের আগে ইনজুরি নিয়ে নির্ভার ভারত ও হংকং। উইনিং কম্বিনেশন ধরে রাখার লক্ষ্য টিম ইন্ডিয়ার। অন্যদিকে ভারতকে সমীহ করলেও ইতিবাচক ক্রিকেট খেলতে চায় হংকং। এ সম্পর্কে দলপতি নিজাকাত খান বলেন, ‘২০১৮ সালে এশিয়া কাপেও আমরা ভারতের বিপক্ষে খেলেছি। তবে সেবার খেলা ছিল ওয়ানডে ফরম্যাটে। ২০ রানে ম্যাচটা হেরেছিলাম। ভারত শক্ত প্রতিপক্ষ। আমরা হাল ছাড়ছি না। ফল যাই হোক, আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর