জয়পুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট: September 8, 2022 |
print news

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চার দিনের ভারত সফরের শেষ দিন বৃহস্পতিবার সকালে নয়াদিল্লি থেকে জয়পুর পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের বিশেষ ফ্লাইট সকাল ৯টায় নয়াদিল্লি ধেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল সাড়ে ১০টার দিকে জয়পুর পৌঁছে ফ্লাইটটি।

জয়পুর থেকে আজমির যাবেন প্রধানমন্ত্রী। সেখানে খাজা গরীবে নেওয়াজ দরগার শরীফ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, “প্রধানমন্ত্রী সুফি মঈনুদ্দিন চিশতীর মাজার খাজা গরীব নওয়াজ দরগাহ শরীফে ফাতেহা পাঠ ও মোনাজাত করে কিছু সময় কাটাবেন।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (০৫ সেপ্টেম্বর) নয়াদিল্লি আসেন প্রধানমন্ত্রী।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর