ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দিতে নারাজ জার্মানি

সময়: 1:02 pm - September 13, 2022 | | পঠিত হয়েছে: 2 বার

ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধের ট্যাংক দিতে অস্বীকৃতি জানিয়েছে জার্মানি। সোমবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট কিয়েভের এই অনুরোধ প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বার্লিনে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইউক্রেনকে এখন পর্যন্ত কোনও দেশে পশ্চিমা নির্মিত লড়াইয়ের সামরিক যান বা যুদ্ধের ট্যাংক দেয়নি।

তিনি আরও বলেন, আমরা মিত্রদের সঙ্গে একমত হয়েছি জার্মানি একতরফাভাবে এমন কোনও পদক্ষেপ গ্রহণ করবে না।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

এর আগে আগস্টে জার্মানির কাছ থেকে তিনটি এমএআরএস টু এমএলআরএস-ও পেয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এটি মূলত যুক্তরাষ্ট্রের নির্মিত এম২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের জার্মান সংস্করণ। গত ২৬ জুলাই জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনা ল্যামব্রেখ্ট কিয়েভকে এটি সরবরাহের ঘোষণা দিয়েছিলেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর