বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন এডভোকেট নাসির উদ্দিন

মিজান মোহাম্মদ, সিলেট প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দেননি ড. এনামুল হক সরদার। তাতেই কপাল খুলেছে এডভোকেট নাসির উদ্দিন খানের।

নিজের কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন তিনি।

জানা যায়, আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনেও তাঁর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দেননি ড. এনামুল হক সরদার। চেয়ারম্যান পদে তিনি একাই মনোনয়ন জমা দিয়েছেন। আর ড. এনাম মনোনয়ন জমা দিবেন না বলে জানা গেছে।

নির্বাচন কমিশন গত ২৩ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর। বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আগামী ১৭ অক্টোবর সিলেটসহ দেশের ৬১টি জেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।