‘ইজি’ ফ্যাশনের ৬৫ তম শাখার উদ্বোধন

আপডেট: September 22, 2022 |
print news

“ইজি” দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির এই মুহূর্তেও সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড। ঢাকায় আজিজ সুপার মার্কেটে “ইজি” এখন বড় পরিসরে। গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় ফিতা কেটে উদ্বোধন করেন “ইজি”র ম্যানেজিং ডিরেক্টার, ইসাদ চৌধুরী ও ডিরেক্টর তৌহিদ চৌধুরী এছাড়া আজিজ কো-অপারেটিভ সোসাইটির

দোকান মালিক সমিতি অনেকে। তৌহিদ চৌধুরী বলেন, আজিজ সুপার মার্কেট দিয়ে শুরু করেছিলাম ১৩ বছর আগে, আল্লাহর অশেষ রহমতে ৬৫ তম শোরুমের যাত্রা শুরু করলাম।
সামনে আরো বহুদূর এগিয়ে যেতে চাই ।
পোশাকে ক্রেতাদের নতুনত্বের ছোঁয়া দিয়ে।
ছেলেদের সব ধরনের পোশাক পাওয়া যাবে ইজি ফ্যাশন লি : পোশাক মানেই হচ্ছে নতুনত্বের ছোঁয়া । রকমারী বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজি তে ।
বাজারের অন্যতম ট্রেন্ড হিসেবে ইজিতে পাওয়া যাবে টি শার্ট, পলো শার্ট, শার্ট, ফরমাল শার্ট ও পাঞ্জাবি ইত্যাদি থাকছেই। আকর্ষণীয় সব পোষাক ও আনুষঙ্গিক ফ্যাশন অনুষঙ্গ নিয়ে বরাবরই ইজি’র একধাপ এগিয়ে।
শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেওয়া মূল লক্ষ্য ।
ঢাকা ছাড়া ও বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।
ফেইসবুক পেইজ :
https://www.facebook.com/easyfashionltd.bd/

Share Now

এই বিভাগের আরও খবর