ইবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

আপডেট: October 12, 2022 |

মোস্তাক মোর্শেদ ইমন, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইসিআরসি এবং আইএইসএল এর যৌথ উদ্যোগে দিনব্যাপী আর্ন্তজাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) সকাল থেকে কেন্দ্রীয় লাইব্রেরীর আইকিউএসির সভাকক্ষে আল ফিকহ্ ও লিগ্যাল স্টাডিস বিভাগের ড. মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোছাঃ সৈয়দা সিদ্দীকা।

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক ড. মোঃ এয়াকুব আলী, অধ্যাপক ড. মোঃ শাহজহান মন্ডল, অধ্যাপক ড. রেবা মন্ডল, অধ্যাপক ড. হালিমা খাতুন, অধ্যাপক ড. মোছাঃ হামিদা খাতুন, ড. মোঃ আনিচুর রহমান, সহযোগী অধ্যাপক সাহিদা আখতার, ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেডক্রস এর হিউমেনিটেরিয়ান এ্যাফেয়ারস এডভাইজার শরীফুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, প্রচলিত আইনে সব কিছু আছে। তাই আইন প্রয়োগে আমাদেরকে আরো মানবিক ও যতবান হতে হবে যাতে করে কোন নিরাপরাধ ব্যক্তি যেন আইনের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর