মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন পুটেলাস

আপডেট: October 18, 2022 |

মেয়েদের ফুটবলে ব্যালন ডি’অর পেয়েছেন অ্যালেক্সিয়া পুটেলাস। এ নিয়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন স্প্যানিশ এ তারকা।

প্যারিসে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে পুটেলাসের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার।

প্রথম ফুটবলার হিসেবে দুইবার মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন বার্সেলোনার এই মিডফিল্ডার।

২০১৮ সাল থেকে নারী ফুটবলে ব্যালন ডি’অর দেওয়া শুরু হয়। প্রথমবার জেতেন নরওয়ের আদা হেগেরবার্গ, পরের বছর যুক্তরাষ্ট্রের মেগান র‍্যাপিনো। ২০২০ সালে কোভিডের কারণে পুরস্কারটি দেওয়া হয়নি।

পরের দুই বছর জিতলেন পুটেলাস।

গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া তিনটি শিরোপা জয়ে পুটেলাসের ছিল বড় অবদান। সব প্রতিযোগিতা মিলিয়ে এই স্প্যানিশ মিডফিল্ডার করেন ৩৪ গোল।

২০২১-২২ মৌসুমে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারলেও ১১ গোল করে আসরের সর্বোচ্চ স্কোরার ছিলেন পুটেলাস। ঘরোয়া লিগে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোল করেন তিনি।

জাতীয় দল স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়। তবে চোটের কারণে খেলতে পারেননি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে।

গত অগাস্টে প্রথম ফুটবলার হিসেবে টানা দ্বিতীয়বার নারী ফুটবলে উয়েফার বর্ষসেরার পুরস্কারও জেতেন পুটেলাস।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর