বানারীপাড়ায় ডিবি’র অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: December 13, 2022 |

শফিক শাহিন, বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার সলিয়াবাকপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার ডিবি পুলিশের অভিযানে ২০ পিচ ফেনসিডিলস হোসেনুজ্জামান(৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

১৩ ডিসেম্বর সোমবার রাত পৌনে ৯ টায় এস আই কাজী ওবায়েদুল এর নেতৃত্বে এ এস আই রাজীব সঙ্গীয় ফোর্স চৌকস কনস্টেবল মসিউর রহমান, পারভেজ ও সোহাগের অভিযানে তাকে আটক করা হয়েছে।

মাদক ব্যবসায়ী হোসেনুজ্জামান সাতক্ষীরা জেলার কলারোয়া থানার উত্তর ভাদিয়ালী গ্রামের মৃত আফহাল হোসেন এর ছেলে।তিনি বানারীপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী মাইনউদ্দিনের কাছে ফেনসিডিল ডেলিভারি দিতে এসে ডিবির হাতে আটক হয়।

এ সময় সুচতুর মাইনউদ্দিন ডিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা যায়। ২০ পিচ ফেনসিডিলের সাথে ৮০ সিসি’র একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিবি পুলিশ আসামী হোসেনুজ্জামানকে বানারীপাড়া থানায় সোপর্দ করে, পরে ডিবি’র এস আই কাজী ওবায়েদুল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

১৪ ডিসেম্বর তাকে বরিশাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, মাইনউদ্দিন বানারীপাড়া চাখার কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মার্ডার মামলার আসামী,তার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
মাইনউদ্দিনের বিরুদ্ধে ২৯/১১/২০২২ তারিখে YAMAHA FAZAR নামক
মোটরসাইকেল চুরির অভিযোগ এনে চাখার বলিয়াকাঠীর মোঃ হাসান মল্লিক বানারীপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।
ঢাকার শীর্ষ সন্ত্রাসী মাইনউদ্দিন ঢাকায় র‍্যাব পুলিশের অভিযানের মুখে টিকতে না পেরে বানারীপাড়ায় এসে যুব সমাজ ধ্বংসের উদ্দেশ্যে মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে।

Share Now

এই বিভাগের আরও খবর