উপজেলা প্রশাসন হবে জনবান্ধব: ইউএনও তাহমিনা

আপডেট: January 16, 2023 |

দেব্রত মণ্ডল, আক্কেলপুর প্রতিনিধি: উপজেলা প্রশাসন হবে জনবান্ধব, সকল শ্রেণিপেশার মানুষের জন্য দরজা সব সময় খোলা, জয়পুরহাটের আক্কেলপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার উপজেলার সুধি সমাজের সাথে পরিচিতি ও মত বিনিময় সভায় এসব কথা বলেন।

সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আকন্দের সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ মোকছেদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাধেশ্যাম আগরওয়ালা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: রাশেদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক,প্যালেন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেকসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধিজন বক্তব্য রাখেন।

মত বিনিময় সভায় ইউএনও আরো বলেন, দুর্নীতি, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, যানজটমুক্ত করার লক্ষ্যে আক্কেলপুরকে মডেল উপজেলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর