বিপিএল এর ফাইনাল শুরুর আগে আকর্ষনীয় ব্যান্ড শো

আপডেট: February 13, 2023 |

নানা আয়োজনের মধ্য দিয়ে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতি টানতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফাইনালকে আকর্ষণীয় করার জন্য ইতোমধ্যে বোর্ড নিয়েছে নানা উদ্যোগ।

ফাইনাল শুরুর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে নগরবাউল জেমসের কনসার্ট। এ ছাড়া দেশি কয়েকটি ব্যান্ড থাকবে। ম্যাচ শেষে আকর্ষণীয় ফায়ার ওয়ার্কসসহ থাকছে বিম-শোর ব্যবস্থা।

 

আগামী ১৬ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ফাইনালে নাম লিখিয়েছে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামীকাল রংপুর রাইডার্স-সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচের জয়ী দল যাবে ফাইনালে।

সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বিষয়গুলো নিশ্চিত করেন, ‘আমরা পরিকল্পনা করেছি ফাইনালের দিন কিছু বাড়তি ব্যবস্থা থাকবে। এর মধ্যে হচ্ছে আমাদের দেশের যেসব নামকরা ব্যান্ড আছে, তাদের মধ্য থেকে কয়েকটিকে আমন্ত্রণ জানিয়েছি সঙ্গীত পরিবেশনের জন্য। এছাড়া আতশবাজি ও বিম শোসহ কিছু আকর্ষণীয় বিষয় থাকবে।’

দেশি ব্যান্ড কারা কারা? বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা চেষ্টা করছি বড় যেসব ব্যান্ড আছে… বিশেষ করে জেমস (নগরবাউল), ওয়ারফেজ, মাকসুদ (মাকসুদ ও ঢাকা) ভাই আছেন। প্রাথমিকভাবে উনাদের সঙ্গেই কথা হচ্ছে। আমরা আশা করছি উনারাই পারফর্ম করবেন।’

 

এর আগে বিপিএলের আয়োজনে বিদেশি শিল্পিদের প্রাধান্য থাকলেও এবার সেই পথে হাঁটছে না বিসিবি, ‘এই মুহূর্তে এটা (বিদেশি শিল্পী) একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। বিশেষ করে বর্তমান সার্বিক প্রেক্ষাপটেও এটা আমাদের কাছে একটা অপশন মনে হচ্ছে না। আমাদের যারা জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী আছেন তাদের পারফরম্যান্সটাই আমরা চাচ্ছি।’

এবারের বিপিএলে ম্যাচ শেষে ছিল আতশবাজির ব্যবস্থা। ফাইনালে এটিকে আকর্ষণীয় করার জন্য থাকবে বিম শো। ফাইনাল শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে কনসার্ট শুরু হওয়ার কথা রয়েছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর