লালপুরে চোলাইমদ ও ফেন্সিডিলসহ আটক ৫

আপডেট: February 18, 2023 |
Boishakhinews24.net 148
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে দুইটি পৃথক অভিযান চালিয়ে একহাজার ৩৫ লিটার চোলাইমদ ও ২৪ বোতল ফেন্সিডিলসহ ৫জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতরাতে লালপুরের মাঝগ্রাম কানুর মোড়ে ও দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গতরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল লালপুর উপজেলার মাঝগ্রাম কানুরমোড় ও দুর্গাপুর গ্রামে অভিযান চালায়। এসময় একহাজার ৩৫ লিটার চোরাইমদ সহ মাঝগ্রামের রানা মালিথা (২৬), এবং দুর্গাপুরের শ্যামল কুমার সিং (৩৭)কে গ্রেফতার করে।

এর আগে অপর একটি আভিযানিক দল কালুপাড়া গ্রামে চেকপোস্ট পরিচালনা করে । এসময় একটি মোটরসাইকেল , ২৪ বোতল ফেন্সিডিল এবং নগদ ২৮ হাজার টাকা সহ পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর গ্রামের রাসেল করিম (৪৫) এবং চরসাহাপুর গ্রামের রকিব রায়হান রকি (২৩) ও মানিক হোসেন (২৭), গ্রেফতার করে।

এ ঘটনায় লালপুর থানায় একটি মামরা াদয়ের করা হয়েছে। সিপিসি -২ নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর