হাথুরাসিংহে প্ল্যানিংয়ের মাস্টার : সুজন

আপডেট: February 20, 2023 |

ফের বাংলাদেশের ক্রিকেটে শুরু হতে যাচ্ছে চন্দিকা হাথুরাসিংহের যুগ। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে আজ সোমবার রাতেই তিনি ঢাকায় আসছেন। হাথুরা আসার প্রাক্কালে তার ব্যাপক প্রশংসা করলেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আজ মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি হাথুরাসিংহেকে ‘প্ল্যানিংয়ের মাস্টার’ হিসেবে অভিহিত করেন।

সুজন বলেন, ‘হাথুরাসিংহে অনেক বড় চিন্তা করে। আমরা সবাই জানি, হাথুরা গুড প্ল্যানার। সত্যি বলতে, প্ল্যানিংয়ের মাস্টার সে। কারণ উনি অনেক বড়টা দেখতে পারেন, দূরেরটা দেখতে পারেন। সে প্ল্যান করবে, কিভাবে তার দলকে দেখতে চায়। এটা ওর ওপরেই থাকবে। আমরা বোর্ডের থেকে এক্সপেক্টেশন…আমরা জানি হাথুরার কী কোয়ালিটি, হাথুরা কিভাবে কাজ করেছে আমরা জানি। আমরা চাই সে কাজটাই ও করুক। এখন আরো পরিণত দল পাচ্ছে, এই দলটাকে কিভাবে আরো সামনের দিকে যেতে পারে, আমরা বিশ্বাস করি সেটা সে পারবে।’

এ বছরই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। এই ফরম্যাটে বাংলাদেশ খুবই শক্তিশালী। বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতির পরিকল্পনা নিয়ে সুজন বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপ মানেই আমাদের জন্য মূল সংস্করণ। আমি তো চাই, আমরা এখানে ভালো খেলি। যেটা করতে পারিনি এখন পর্যন্ত, সে রকম করতে চাই। ভালো কিছু করতে চাই। যে রকম বললাম, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। প্র্যাকটিক্যালি চিন্তা করলে আমরা অবশ্যই কোয়ার্টার ফাইনালে যেতে চাই। নক আউট স্টেজে গিয়ে সব সময় চান্স থাকবে। নির্দিষ্ট দিনে ভালো খেললে সামনে এগিয়ে যাওয়ার, সেমিফাইনাল ও ফাইনাল খেলার (সুযোগ থাকে)।’

সুজন আরো বলেন, ‘আমার কথা হচ্ছে, হাথুরার কোচিংয়ে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এবং আমাদের কতটা উন্নতি হয়। আমরা এখন ওয়ানডেতে খুব অভিজ্ঞ একটা দল। এটাই আমাদের সবচেয়ে শক্তিশালী সংস্করণ। অনেক দিন ধরে এটাতেই ভালো করছি। এই ভালোটা কিভাবে আরো ওপরে যাওয়া যায় সেটাই লক্ষ্য থাকবে। অবশ্যই আমরা চাইব সে নিজেকে ছাড়িয়ে যাক। তখনকার সাকিব-মাহমুদ উল্লাহ… দুজন মিলে যে ম্যাচ জিতিয়েছিল, এখন তো তারা আরো অনেক পরিপক্ব, ঠিক না? এখন তরুণরাও অনেক পরিণত হয়েছে, ভালো দল হয়েছে। আমরা অবশ্যই চাই। আমি চাই না যে ওর ওপর চাপিয়ে দিতে। তবে আমি জানি যে, হাথুরা যেমন মানুষ, ও নিজেই চাইবে। ও আসার আগেই সেভাবে প্ল্যান করে আসছে, কিভাবে সে দলটাকে গোছাবে।’

Share Now

এই বিভাগের আরও খবর