ফকিরহাটে স্কুল ছাত্রীকে উত্যাক্ত করায় বখাটে যুবক কারাগারে

আপডেট: February 28, 2023 |
inbound7804085111404608260
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে শিরিন হক বালিকা ম্যাধমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যাক্ত করার অভিযোগে শহিদুল ইসলাম (২০) নামে এক বখাটে যুবককে ৬মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মাদারীপুর জেলার কালকিনির নতুন চর দৌলতখান গ্রামের মো. মোয়াজ্জেম হাওলাদারের ছেলে। সে বর্তমানে ফকিরহাট এলাকায় খাবারের হোটেলের ব্যবসা করেন।

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায় বলেন, সোমবার সকাল ১০টার দিকে নবম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে ওই যুবক উত্যাক্ত করে।

বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবগত করলে তাকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার।

বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড বিধান কান্তি হালদার বলেন, নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যাক্ত করার অপরাধে তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর