ধোনিকে পেছনে ফেললেন পান্থ

সময়: 7:49 pm - December 8, 2018 | | পঠিত হয়েছে: 7 বার

অস্ট্রেলিয়ার মাটিতে এক টেস্টে ভারতের পক্ষে ডিসমিসালে সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেললেন ঋসভ পান্থ। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬টি ডিসমিসাল (সবগুলোই ক্যাচ) করেন উইকেটরক্ষক পান্থ। তার এমন কৃতিত্বে পেছনে পড়ে যান ধোনি। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে এতদিন এক টেস্টে সবচেয়ে ডিসমিসালের রেকর্ডটি ছিল ধোনির। 

২০০৮ সালে পার্থ টেস্টের এক ইনিংসে ৫টি ক্যাচ এবং ২০১৪ সালে মেলবোর্নে ৪টি ক্যাচ ও ১টি স্টাম্পিং করেন ধোনি। তাই ওই দু’বার ৫টি করে ডিসমিসাল করেন ধোনি। এবার ৬টি ডিসমিসাল করে ধোনির রেকর্ড ভাঙলেন পান্থ।এছাড়া টেস্টে এক ইনিংসে ভারতের পক্ষে সবচেয়ে বেশি ডিসমিসাল করে রেকর্ড বইয়ে যৌথভাবে নিজের নাম তুললেন পান্থ। টেস্টে ভারতের পক্ষে এক ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডে নাম আছে আরও তিন জনের। তারা হলেন-সৈয়দ কিরমানি, মহেন্দ্র সিং ধোনি ও ঋদ্ধিমান সাহার। তিনজনই এক ইনিংসে ৬টি করে ডিসমিসাল করেছেন

Share Now

এই বিভাগের আরও খবর