হাইকোর্টে রিট করেছেন রুহুল আমিন

আপডেট: December 9, 2018 |
print news

মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় পার্টির সদ্য বিদায়ী মহাসচিব রুহুল আমিন হাওলাদার। রুহুল আমিন হাওলাদার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। ঋণখেলাপি হওয়ার কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়। এই আদেশের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন। ৭ ডিসেম্বর শুনানি নিয়ে ইসিও তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রুহুল আমিন হাওলাদার। আজ রোববার দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রুহুল আমিনের আইনজীবী আবিদ চৌধুরী।নির্বাচনে প্রার্থিতা পেতেই এই রিটটি করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর