আক্কেলপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আপডেট: March 9, 2023 |
Boishakhinews24.net 135
print news

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ“শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মোঃ মোকছেদ আলী।

আলোচনা সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আকন্দ নারীর সার্বিক ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণের মধ্যে দিয়ে সুন্দর সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন, আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাধেশ্যাম আগরওয়ালা, মহিলা বিষয়ক কর্মকর্তা নেওজেশ আরা প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম সম্পা।

Share Now

এই বিভাগের আরও খবর