গুরুদাসপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

আপডেট: March 13, 2023 |
Boishakhinews24.net 210
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি:মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) গুরুদাসপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

এটিও মোহাম্মদ রবিউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি , উপজেলা শিক্ষা অফিসার খ ম জাহাঙ্গীর হোসেন, এ টি ও মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।

জাতীয় শিক্ষা সপ্তাহ পালনে গুরুদাসপুর উপজেলার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম শিশুদের শিক্ষার শুরুতেই যদি সুন্দরভাবে লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম নিয়ে গড়ে তোলা যায় তবে সুন্দর জাতি গঠনে কার্যকরী পদক্ষেপ হতে পারে তাই প্রতিটা শিক্ষকদের আরো আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর