আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তাওহীদ ইসলাম ওরফে তারেক(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমনাব (১৩ মার্চ) দিবাগত রাতে ১০ টার দিকে আদমদিঘী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তারেককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তাওহীদ ইসলাম ওরফে তারেক বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার পারঘাট পারসন গ্রামের মোঃ সেকেন্দার আলীর ছেলে।
পুলিশ সূত্র জানা যায়, সোমবার দিবাগর রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে মাদক বিক্রি হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে বাহাদুরপুর গ্রামের জনৈক রশিদের মাছচাষের প্রযেক্টের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী তাওহীদকে গ্রেফতার করা হয়। এর পর তার দেহ তল্লাশি করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারকৃত তাওহীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের পূর্বক মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।