বগুড়ায় অজ্ঞান পার্টির দুই সক্রিয় সদস্য গ্রেফতার

সময়: 12:37 am - April 2, 2023 | | পঠিত হয়েছে: 4 বার

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় পালানোর সময় দুই অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০১ এপ্রিল) ভোর রাতে বগুড়ার শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় একটি বাস থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতারা হলেন-বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার শারুলিয়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে শেখ শহিদুল ইসলাম এবং একই উপজপলাধীন চরকান্দী এলাকার মৃত রুস্তম আলীর ছেলে বোরহান শেখ।

দুই জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)স্নিগ্ধ আকতার জানান,শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জানা যায় একটি বাসে যাত্রী অজ্ঞান অবস্থায় পরে আছে। এরপর ওই বাসে উঠে দেখা যায় ৪জন যাত্রী অজ্ঞান অবস্থায় রয়েছে।

তদেরকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। অভিযান কালে বাস থেকে দুইজন পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তাদের কাছে থাকা বাসের অজ্ঞানরত যাত্রীদের নিকট থেকে হাতিয়ে নেওয়া ৫টি মোবাইল, নগদ ১১ হাজার একশো টাকা,মহিলাদের পার্স, দু’টি মানিব্যাগ এবং অজ্ঞান করার কাজে ওষুধ স্প্রে ও জর্দাসহ পান সুপারি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত শহিদুল ও বোরহান অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য।

তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু পূর্ব দুপুরের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর