নিউ মার্কেট এলাকার আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন

আপডেট: April 15, 2023 |
inbound3000782983425374432
print news

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। আগুনের পর তা অনেক দোকানে ছড়িয়ে পড়েছে। এতে করে পুরো নিউ মার্কেট এলাকার আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। এছাড়া মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের কারণে প্রচুর ধোঁয়ায় বেরোতে দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর