মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৫

আপডেট: May 11, 2023 |
ছবি 3
print news

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৩২টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১০ মে ) সকাল ছয়টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে থেকে ১১ হাজার ৪৫৮ পিস ইয়াবা, ৭৫ কেজি ৩৭০ গ্রাম গাঁজা, ১৮৫.৭ গ্রাম হেরোইন, ৩০০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৫ লিটার ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর