বগুড়ায় নকল সোনার বারসহ চার প্রতারক গ্রেফতার

আপডেট: May 16, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় নকল সোনার বার দেখিয়ে প্রাতারণার সময় চার প্রাতারককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) বিকেল ৩ টার দিকে বগুড়া জেলা শহরের কামারগাড়ি মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-বগুড়ার শাজাহানপুর উপজেলার পন্ডগ্রাম উত্তর পাড়ার মৃত-হোসেন আলীর ছেলে মোঃ জয়নাল মন্ডল, বগুড়া শহরের সেউজগাড়ী রেল কলোনী এলাকার মাহবুবুর রহমান কাইসার এর ছেলে মোঃ ফজলুর রহমান, দুপচাঁচিয়া উপজেলার লাফাপাড়া এলাকার নিরঞ্জন চন্দ্র দাসের ছেলে খোকন চন্দ্র দাস এবংরাজশাহী বারুইপাড়ার মহসিন আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শাহিনুজ্জামান।

ইন্সপেক্টর শাহিনুজ্জামান জানান, বগুড়া শহরের কামারগাড়ী মোড় এলাকায় নকল সোনার বার বের করে আসল বলে লোভ দেখিয়ে একজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাপী কাগজের মধ্যে মেড়ানো একটি নকল সোনার বারসহ ওই ৪জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান,গ্রেফতারক্তরা পেশাদার প্রতারক।মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতো তারা। গ্রেফতারক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর