বগুড়ায় বাসচাপায় কলেজ শিক্ষক নিহত

আপডেট: May 24, 2023 |

শাহজাহান আলী, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বাসচাপায় মোঃ হাফিজুর রহমান নামে এক কলেজ শিক্ষক ঘটনা স্হলেই নিহত হয়েছেন।

বুধবার (২৪ মে) সকাল ১০ টার দিকে বগুড়া শহরের ঝোপগাড়ীতে ঢাকা- রংপুর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষক হাফিজুর রহমান বগুড়া জেলার ধনুট উপজেলার মিজান সরকারের ছেলে।

তবে তিনি বগুড়া শহরের উপশহরে ভাড়া বাসায় থাকতেন এবং দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া উপশহর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আফজাল হোসেন।

ফাঁড়ির উপ-পরিদর্শক আফজাল হোসেন বলেন, সকালে বাসা থেকে কলেজের উদ্দেশ্যে বের হন হাফিজুর রহমান।

ঝোপগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের রাস্তা পারাপার হওয়ার সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও বলেন,এ ঘটবায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এছাড়া হাইওয়ে পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর