আক্কেলপুরে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপন

আপডেট: June 6, 2023 |
print news

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তনরোধে ১ কিলোমিটার রাস্তার ধারে তাল গাছের চারা রোপন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গতকাল সোমবার (৫জুন) আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ উপলক্ষে আক্কেলপুর পৌরসভার পশ্চিম হাস্তাবসন্তপুর গ্রামের আশ্রয়ন সড়কে ১ কিলোমিটার রাস্তার দুইপাশে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে তাল গাছের চারা রোপন করা হয়।

তাল গাছের চারা রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, পরিবেশ সংরক্ষণে বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে।

তাল গাছ রোপন করা পরিবেশের জন্য ভাল। তাল গাছ বজ্রপাত প্রতিরোধ সহ মানুষের নানা উপকারে আসে।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও জলবায়ু পরিবর্তনরোধে তালগাছ কার্যকরী ভূমিকা রাখে।

বৃষ্টিপাতের সময় এ এলাকায় ব্যাপক বজ্রপাত বৃদ্ধি পাচ্ছে। বজ্রপাতে প্রতিবছর মানুষসহ অনেক পশু-পাখি মারা যায়। ক্ষতি হয় মূল্যবান গাছ-পালারও।

উঁচু গাছেই বেশি বজ্রপাত হয়। উঁচু গাছ থাকলে এলাকায় বজ্রপাতে প্রাণহানি অনেকটা লাঘব হতো। বজ্রপাতে মৃত্যু ঠেকানোর জন্য উঁচু তাল গাছই সবচেয়ে বেশি কার্যকর।

Share Now

এই বিভাগের আরও খবর