ফরিদপুরে ডাকাতিকালে জনগণের গনধোলাই খেয়ে আহত ২

আপডেট: June 9, 2023 |
print news

তারেকুজ্জামান,ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের আজ শুক্রবার (৮জুন) ভোর সাড়ে পাঁচটায় বাখুন্ডা বাজার ও মহিলা সদর রোডে ডাকাতিকালে এলাকাবাসীর হাতে গনধোলাই খেয়ে ০২ জন আহত হয়৷

পরবর্তিতে এলাকাবাসী তাদের কোতয়ালি থানা পুলিশ নিকট সোপর্দ করেন৷

আহত ও আটক ব্যাক্তিরা হলেন – রাজবাড়ী জেলার মারফত আলীর ছেলে মোঃ জুবায়ের মল্লিক (৩০) ও ফরিদপুরের মধুখালি থানার কামারখালী গ্রামের চান শেখের ছেলে রিপন (৩০)।

উক্ত ব্যাক্তিগনের সাথে আরোও ০৪ জন অর্থাৎ সবমিলিয়ে ০৬ জন মিলে বাখুন্ডা বাজার ও মহিলা সদর রোডের পাশবর্তী এলাকায় গরু চুরির উদ্দেশে গতকাল বৃহস্পতিবার রাত ১১:৩০ মিনিটে ‌অবস্থান নেয়৷

রাতভর চেষ্টায় ব্যর্থ হয়ে আজ ভোর ০৫:৩০ টার দিকে এলাকাবাসী জানাজানি হলে ০৪ জন পালিয়ে যায় এবং বাকি ০২ জন হাতেনাতে ধরা পড়ায় এলাকাবাসীর নিকট গনধোলাইয়ের শিকার হন৷

পরবর্তিতে এলাকাবাসী ০২ জনকে (সন্দেহভাজন) কোতয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

বর্তমানে উভয় ব্যাক্তিদ্বয় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং উক্ত ঘটনার প্রেক্ষিতে কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর