রংপুর রাইডার্সের সামনে রাজশাহীর ১৩৬ রানের টার্গেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রবিবারের প্রথম ম্যাচে রাজশাহী কিংস রানের ১৩৬ টার্গেট দিয়েছে রংপুর রাইডার্সকে। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ম্যাচটি শুরু হয় দুপুর ১টা ৩০ মিনিটে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে রাজশাহী করে ১৩৫ রান।
ব্যাট করতে নেমে রাজশাহী প্রথমেই হারায় অধিনায়ক মেহেদি মিরাজকে। এরপর নিয়মিত বিরতীতে উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন জাকির হাসান। তিনি ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। এছাড়া পাকিস্তানি অলরাউন্ডার মোহম্মদ হাফিজ করেন ২৯ বলে ১৬ রান। সৌম্য সরকার করেন ১৩ বলে ১৮ রান।
রংপুর রাইডার্সের মাসরাফি বিন মর্তুজা ও ফরহাদ রেজা ২টি করে উইকেট নেন। এছাড়া সোহাগ গাজি ও শফিউল ইসলান নেন ১টি করে উইকেট।
এখন পর্যন্ত চার ম্যাচের ২টিতে জিতে ও ২টিতে হেরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রংপুর রাইডার্স। অন্যদিকে, রাজশাহী কিংস তিন ম্যাচে মাঠে নেমে জয় পেয়েছে মাত্র ১টিতে। তাদের একমাত্র জয়টি এসেছে খুলনা টাইটান্সের বিপক্ষে।