মুম্বাই হামলার পরিকল্পনাকারীকে ফেরত পাচ্ছে ভারত

আপডেট: January 15, 2019 |

মুম্বাই হামলার অন্যতম পরিকল্পনাকারী তাহাউর রানাকে শিগগিরই ফেরত পেতে পারে ভারত। এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করছে ট্রাম্প প্রশাসন। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক তাহাউর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জেলে বন্দি রয়েছেন। তাকে ফেরাতে প্রয়োজনীয় নথি তৈরি করেছে ভারত। সাজা শেষে ২০২১ সালে ছাড়া পেয়ে যাবেন তাহাউর। খবর ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের।

২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈইবার ১০জন সশস্ত্র সদস্য মুম্বাইয়ের তাজ হোটেল হামলা চালায়।হামলার সময় পাঁচ তারকা হোটেলটিতে ১৭৪ জন নিরীহ মানুষকে হত্যা করে লস্করের সদস্যরা।২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলা ভারতীয় যৌথ বাহিনীর অভিযানে ৯ জঙ্গি নিহত হয়।

হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে পরিচিত তাহাউর রানা সম্পর্কে এফবিআই এর এক নথিতে বলা হয়, ডেনমার্কে সন্ত্রাসী হামলার সম্পৃক্ততায় ২০০৯ সালে গ্রেফতার হন তাহাউর। পরে জানা যায় ভারতের মুম্বাই হামলাতেও তিনি সম্পৃক্ত ছিলেন।যুক্তরাষ্ট্রের শিকাগোর জেলা আদলাতে ৯ জনু ২০১১ তে তিনি দোষী সাব্যস্ত হয়ে ১৪ বছরের কারাদণ্ড প্রাপ্ত হন।

Share Now

এই বিভাগের আরও খবর