গাজীপুরে কোনাবাড়ীতে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট: August 6, 2023 |
inbound3301867244012453874
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কোনাবাড়ীতে একটি তৈরি পোশাক কারখানা ছাদ থেকে পড়ে গুরুতর আহত মোঃ জালাল উদ্দিন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে কোনাবাড়ী থানাধীন বিসিক এলাকার একতা নীট ফেব্রিক্স গার্মেন্টসে এঘটনা ঘটে।

নিহত জালাল রাজশাহী জেলার বাঘা থানার গৌরাঙ্গপুর গ্রামের মৃত জসীম উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, নিহত জালাল ওই কারখানায় লোডার হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিদিনের মতো কারখানার মালামাল নামানোর কাজ করতে গিয়ে অসাবধানতাবশত মালামালসহই নিচে পড়ে যান তিনি ।

পরে কারখানা শ্রমিকরা গুরুতর আহত অবস্থায় নিহত জালালকে উদ্ধার করে কোনাবাড়ির একটি হাসপাতালে নিয়ে যায়।

সেখানে নিহতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সাড়ে ৮টার দিকে তিনি মারা যায়।

কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, নিহত শ্রমিক জালাল উদ্দিনের মরদেহ তার পরিবারে দাবিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর