বগুড়ায় ৬০ টাকার ডাব ২০০ টাকায় বিক্রি: চার ব্যবসায়ীকে জরিমানা

আপডেট: August 26, 2023 |
inbound1279521995722655565
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া শহরের বিভিন্ন জায়গায় চড়া দামে ডাব বিক্রি করার অভিযোগে ৪ ব্যবসায়ীকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৬ আগস্ট) বেলা ১২ টার দিকে বগুড়া জেলা শহরের কালিতলা,রেলগেটবাজার ও কোর্ট চত্ত্বর একালায় অভিযোগ চালিয়ে ৪ ব্যবসায়ীকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্যবসায়ীরা ১৮০ টাকা থেকে ২০০ টাকা দর বিভিন্ন সাইজের ডাব বিক্রি করছেন বেলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুর আলম রিজভী।

তবে ব্যবসায়ীদের দাবি তারা ৫০-৬০ টাকা দরে ডাব বিক্রি করছেম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, চড়া দামে ব্যবসায়ীরা ডাব বিক্রি করছেন, এমন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান কালে সদরের কালিতলা,রেললাইন বাজার ও কোর্ট চত্ত্বর এলাকায় দেখা যায় পাইকারি ও খুচড়া বিক্রেতারা চড়ে দামে নিজের ইচ্ছামত ডাব বিক্রি করছেন।

৫০-৬০ টাকা দরের ডাব ১৮০ থেকে ২০০ টাকা দরে সাধারণ মানুষের কাছে বিক্রি করছেন তারা। এ সময় কালিতলায় একজন পাইকারকে ৫ (পাঁচ) হাজার, রেললাইন বাজারের দু’জনকে ২ (দুই) হাজার এবং কোর্ট চত্ত্বরে এক খুচড়া ডাব বিক্রেতাকে ৫০০শ’ টাকায়হ মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এছাড়াও সেখানে উপস্থিত থেকে সঠিক দামেতে ৩ হাজার ডাব মানুষের কাছে বিক্রি করার ব্যবস্হা করা হয়।

অভিযানে বগুড়া জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

ইফতেখারুর আলম রিজভী আরও বলেন, সঠিক মূল্যে ডাব বিক্রি ও ভাউসার সংরক্ষণ করতে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। এছাড়াও এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর