ঝালকাঠিতে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আপডেট: September 2, 2023 |
inbound1087474013062761486
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়ায়  বজ্রপাতে ইসাহাক হাওলাদার নামে এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার (১লা সেপ্টেম্বর) বিকেলে ধানের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি।

এসময় আহত হয়েছে আব্দুল জলিল নামের আরেক কৃষক। স্থানীয় সূত্রে জানাগেছে, পোনাবালিয়া ইউনিয়নের ইছালীয়া গ্রামে বিকেলে ধানের বীজ রোপণ করছিলেন বজ্রপাতে ইসাহাক হাওলাদার (৬০) ঘটনাস্থলেই মারা যান।

আহত অপর কৃষককে স্থানীয়রা ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন খান বলেন, বজ্রপাতে ইসাহাক হাওলাদার নামের এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান।

এলাকার লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। রাতে তাকে দাফন করা হবে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর