গুরুদাসপুরে বিশ্ব প্রবীণ দিবস পালিত


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: দিনটি প্রবীণদের জন্য, যাদের ‘সিনিয়র সিটিজেনের’ মর্যাদা দিয়েছে রাষ্ট্র।
কিন্তু ব্যক্তি থেকে রাষ্ট্র— প্রতিটি ক্ষেত্রে নানান প্রতিকূলতার সম্মুখীন হন এই মানুষগুলো।
তিলে তিলে যারা নিজ পরিবার গড়েছেন, সন্তানদের প্রতিষ্ঠিত করতে ঝরিয়েছেন ঘাম। সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি— কোথায় নেই তাদের অবদান! অথচ বার্ধক্যে এসে এর প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈষম্য আর উপেক্ষার শিকার হতে হয় তাদের।
এমনই এক কঠিন বাস্তবতায় বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
দিবসটি উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী নাটোর ৪।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান শাকিল গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম প্রমুখ