গুরুদাসপুরে কন্যা শিশু দিবস পালিত


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: ‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার’এ প্রতিপাদ্য নিয়ে নাটোরের গুরুদাসপুরে উদযাপিত হলো জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩।
দিবসটি উপলক্ষে গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হবে।
রবিবার উপজেলা মিলায়তনে নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি নাটোর ৪।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান শাকিল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি গুরুদাসপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখা মনি বড়াইগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাবিবা খাতুন মসিনদা ইউপি চেয়ারম্যান আব্দুল বারী প্রমূখ
জাতীয় কন্যাশিশু দিবস–২০২৩ উপলক্ষ্যে আগামীর স্মার্ট বাংলাদেশে সফল নেতৃত্বের বিকাশে কন্যাশিশুদের অধিকার রক্ষায় আরো বেশি সচেষ্ট হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়।