নৌকাবাইচ দেখতে গিয়ে লাশ হয়ে ফিরল সিংগাইরের দুই স্কুল শিক্ষার্থী

আপডেট: October 2, 2023 |
inbound4543827808497716826
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : কালিগঙ্গায় নৌকা বাইচ দেখতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ২ স্কুল শিক্ষার্থীর ।

উপজেলার সীমান্তবর্তী কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকা ডুবিতে সিফাত হোসেন (১৬) ও ওয়াসিম(১৭) নামের দু’স্কুল ছাত্র নিখোঁজের পর রোববার ও সোমবার তাদের লাশ উদ্ধার করা হয় ।

সোমবার (২ অক্টোবর) ওই দুই শিক্ষার্থীর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে ।

এর আগে শনিবার (৩০ সেপ্টেম্বর) সিংগাইর উপজেলার সীমান্তবর্তী ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের কালীগঙ্গা নদীর পাতিলঝাপ এলাকায় বাইচে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

নিহত সিফাত হোসেন সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের প্রবাসী নুরুল ইসলাম ওরফে মান্নানের ছেলে ও ওয়াসিম লক্ষীপুর গ্রামে তোফাজ্জলের ছেলে। তারা দু’জনই সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে সিংগাইর উপজেলার সীমান্তবর্তী এলাকা নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের পাতিলঝাপের কালীগঙ্গা নদীতে স্থানীয়দের উদ্যোগে নৌকা বাইচের আয়োজন করা হয়।

অন্যান্য বছরের মতো এবার ও নৌকাবাইচ দেখতে বিভিন্ন এলাকার হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।

ওইদিন সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সিফাত ও ওয়াসিমসহ ২০-২৫ জন বন্ধু মিলে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বাইচ দেখতে যায়।

এসময় নৌকা বাইচ আয়োজক কমিটির ট্রলারের ধাক্কায় নিহতদ্বয়ের ট্রলারটি ডুবে যায়। এতে সিফাতসহ ৭-৮ জন যাত্রী নিখোঁজ হয়।

পরে পরিবারের লোকজন ওই দিনগত রাতে অনেক খোজাখুজি করলে অন্যান্যরা উদ্ধার হলেও ওয়াসিম ও সিফাতের খোঁজ মেলেনা।

পরদিন রোববার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওয়াসিমের লাশ উদ্ধার করেন। সোমবার সকাল ৮ টার দিকে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

অপর দিকে, নিহত সিফাতের মামা চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন জানান, রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দলসহ আমরা সারা দিন নদীতে অনেক খোঁজাখুজি করেও সিফাতের কোন সন্ধান পাইনি।

পরে রাত ৮ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল অভিযান শেষ করেন।

এরপর সোমবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার জিয়ানগর বস্তিঘাটে সিফাতের লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা আমাদের খবর দিলে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।

সোমবার সকাল ১০ টায় শ্যামনগর কেন্দ্রীয় কবরস্থানে নামাযে জানাযা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহতদ্বয়ের পরিবারে বইছে শোকের মাতম।

Share Now

এই বিভাগের আরও খবর