হৃতিক রোশনের অটোগ্রাফসহ লিমিটেড এডিশন বিয়ার্ডো গিফটবক্স জেতার সুযোগ

আপডেট: October 2, 2023 |
inbound5711163356584644464
print news

ভোক্তা ও ভক্তদের জন্য প্রতিযোগিতামূলক বিশেষ একটি ক্যাম্পেইন শুরু করেছে মেল-গ্রুমিং প্রিমিয়াম ব্র্যান্ড বিয়ার্ডো বাংলাদেশ, যেখানে থাকছে বিয়ার্ডো’র গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হৃতিক রোশনের অটোগ্রাফসহ লিমিটেড এডিশন বিয়ার্ডো বক্স জেতার সুযোগ।

প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে দারাজ, সাজগোজ, ওহসোগো এবং পান্ডামার্ট থেকে ন্যূনতম ১,৫০০ টাকা মূল্যের সর্বনিম্ন দুটি বিয়ার্ডো পণ্য কিনতে হবে। সর্বোচ্চ ক্রয়কারীদের মধ্য থেকে পাঁচজন বিজয়ী নির্বাচিত হবে।

বিজয়ী পাঁচজন হৃত্বিক রোশনের অটোগ্রাফসহ লিমিটেড এডিশনের বিয়ার্ডো গিফট বক্স এবং সর্বোচ্চ ক্রয়কারী একইসাথে ১০,০০০ টাকা মূল্যের একটি আকর্ষণীয় মেগা ভাউচার জেতার সুযোগ পাবেন।

ক্যাম্পেইন শেষে প্রতিযোগীতার বিজয়ী নির্বাচিত করা হবে।

অভিনেতা হৃতিক রোশন বিয়ার্ডো’র গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যিনি সাহসী ও উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের সাথে আসল বিয়ার্ডো পরিচিতি তুলে ধরেন।

এ প্রসঙ্গে হৃত্বিক রোশন বলেন, “বিগত বেশ কিছু বছর ধরে বিয়ার্ডো ধারাবাহিকভাবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।

এটি মেনজ গ্রুমিং পণ্যগুলোকে সহজলভ্য করার চেষ্টার পাশাপাশি, পুরুষদের নিজের যথাযথ যত্ন নিতে ও আত্মবিশ্বাসী হয়ে উঠতে সাহায্য করছে।”

বিয়ার্ডো বাংলাদেশে বিয়ার্ড অ্যান্ড হেয়ার গ্রোথ অয়েল, বিয়ার্ডো ডিটান কফি ফেইসওয়াশ, বিয়ার্ডো ডন পারফিউম বডি স্প্রে ইত্যাদি প্রিমিয়াম মেল-গ্রুমিং পণ্য বাজারে এনেছে।

পণ্যগুলো কিনতে ভিজিট করুন দারাজ, সাজগোজ, ওহসোগো এবং পান্ডামার্ট অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মে।

Share Now

এই বিভাগের আরও খবর