অতিরিক্ত মদ্যপানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু , অসুস্থ ২

আপডেট: October 8, 2023 |
inbound8634190013659517482
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে অতিরিক্ত মদ্যপানে অনিক(২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু ও আলামিন(২০) এবং দ্বীপ(১৯) নামের অপরজন ২ জন গুরুতর অসুস্থ হয়েছে বলে জানা গেছে।

শনিবার(৭ অক্টোবর) উপজেলার সিংগাইর পৌর এলাকার আংগারিয়া মহল্লার কালিমন্দির সংলগ্ন এ ঘটনা ঘটে।

নিহত অনিক ওই এলাকার মৃত.লাবু মিয়ার ছেলে ও অসুস্থ আলামিন আজিমপুর গ্রামের জিন্নত আলীর ছেলে এবং দ্বীপ আংগারিয়া বেপারিপাড়া মহল্লার কালা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার বিকেল ৪ টার দিকে অনিক বন্ধুদের নিয়ে মদ্যপান করে। এতে অনিকসহ দু,জনই গুরুতর অসুস্থ হয়ে পড়ে ।

অবস্থার অবনতি দেখে বাড়ির লোকজন অনিককে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল,আলামিন ও দ্বীপকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় সকালে এনাম ক্লিনিকে অনিকের মৃত্যু হয়। আলামিন ও দ্বীপ চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর