জয়পুরহাটে যুবদল সদস্য দেলোয়ারের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

আপডেট: October 21, 2023 |
inbound6709481489522651323
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ঢাকায় যুবদলের আয়োজনে সমাবেশে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জয়পুরহাটের  জেলা যুবদলের সদস্য দেলোয়ার হোসেন।

গত মঙ্গলবার জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের  ইট ভাটার মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

তার রুহের মাগফেরাত কামনায় জেলা যুবদলের উদ্যোগে শুক্রবার বিকেলে নতুন চত্বরে শোক সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের আহবায়ক এটি এম শাহনেওয়াজ কবীর শুভ্র এর সভাপতিত্বে বক্তব্য দেন  বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান।

বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ( রাজশাহী বিভাগ) মাহফুজুর রহমান রিটন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী  মনজুরে মওলা পলাশ, মহিলা দলের ( ভারপ্রাপ্ত) সভাপতি রুলি চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ,সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজাহাত হোসেন রনি, মহিদুল ইসলাম রাজিব,রাব্বি, লিটন প্রমুখ।

পরে জেলা যুবদলের সদস্য দেলোয়ার হোসেন এর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর