আজ মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

আপডেট: December 10, 2023 |
inbound1913843840312869535
print news

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ রোববার থেকে শুরু হচ্ছে।

গতকাল শনিবার শেষ দিন পর্যন্ত ৫৬২টি আপিল জমা পড়েছে ইসিতে। যা একাদশ জাতীয় নির্বাচনের চেয়ে ১৮টি বেশি। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানির মাধ্যমে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমও এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পাঁচ দিনে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে।

আজ ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে কমিশন সিদ্ধান্ত দেবে।’ তিনি জানান, শেষ দিনে ১৩১টি আপিল আবেদন জমা পড়েছে। কোন দলের কতটি আবেদন পড়েছে তা পরে জানা যাবে।

এদিকে বিএনপির মানববন্ধন কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে ইসিব সচিব বলেন, আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত যাবতীয় কার্যক্রম দেখভাল করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তারা কী পদক্ষেপ নিয়েছে তা সেখান থেকেই গণমাধ্যমকে জানতে হবে। অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম ২৯ ডিসেম্বর সমাবেশের ডাক দিয়েছে।

ইসির করণীয় জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করব। তারা এ বিষয়ে পদক্ষেপ নেবে। সাজেশন দেওয়ার প্রয়োজন থাকলে কমিশন সেটা করবে।

এক প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যেকোনো কার্যক্রম অবশ্যই নির্বাচনী পরিপন্থী হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে যে প্রচলিত বিধিবিধান ও আইন আছে, তা সবার জন্য প্রযোজ্য হবে।

Share Now

এই বিভাগের আরও খবর