কাজলরেখা সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু

আপডেট: December 29, 2023 |
boishakhinews 9
print news

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নের সিনেমা ‘কাজলরেখা’। ষোলো শতকের ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। সিনেমাটির গল্প ও চিত্রনাট্যের পাশাপাশি গানেও রেখেছেন সেই প্রাচীন ছাপ।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম গান। গানটির মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন সেলিম। ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথি, হুমায়ারা ইশিকা ও অন্তরা মন্ডল। গানটির কথা সংগৃহীত। সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গানটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

‘কাজলরেখা’ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, রাফিয়াত রশিদ মিথিলা, মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খাইরুল বাসার, সাদিয়া আয়মান প্রমুখ।

২০২২ সালের এপ্রিলে মেঘালয়ের পাহাড়ের পাদদেশে বাংলাদেশ সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুরের বারোমারির লক্ষীপুর গ্রামে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। চলতি বছর ঢাকাতে শেষ হয়েছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।

Share Now

এই বিভাগের আরও খবর