জয়পুরহাটে এফএনবির পক্ষ থেকে হিজরা  জনগোষ্ঠীর  মাঝে কম্বল বিতরণ

আপডেট: January 25, 2024 |
inbound6614958719190485155
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোর সমন্বয়ে গঠিত এনজিও ফেডারেশন (এফএনবি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ২২ জন হিজরা জনগোষ্ঠীর মাঝে কম্বল  বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় জয়পুরহাট  সদর উপজেলা চত্বরে  এসব কম্বল বিতরণ করা হয়।

বিতরণী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব  কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এনজিও ফেডারেশন (এফএনবি) জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম, এফএনবি জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও আউসগাড়া উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শফিকুল আলম, ব্যুরো বাংলাদেশ জয়পুরহাট শাখার ব্যবস্থাপক আব্দুল মালেক, হিজরা জনগোষ্ঠীর গুরুমা ঝুমকা রাণী প্রমূখ ।

এসময় হিজরা জনগোষ্ঠীর ২২ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর