চট্টগ্রামে জয়বাংলা কনসার্ট ঘিরে সিএমপির নির্দেশনা

আপডেট: March 3, 2024 |
inbound26370403333340214
print news

মোহাম্মদ রেজাউল করিম,চট্টগ্রাম প্রতিনিধিঃ  আগামী ৭ মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে নগরীর এম. এ. আজিজ স্টেডিয়ামে আয়োজিত জয়বাংলা কনসার্ট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে সিএমপি কর্তৃক প্রণীত নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য নাগরিকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ ব্যবস্থার অংশ হিসেবে :

১) নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থলের ভিতরে মোবাইল ফোন ব্যতীত কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক সিগারেট ও কোন প্রকার ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না।

২) ১২ (বারো) বছরের কম বয়সী শিশুদের অনুষ্ঠানে প্রবেশ করা যাবে না।

৩) অনুষ্ঠানস্থলকে কেন্দ্র করে কোন রাস্তা/রাজপথ/ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

৪) অনুষ্ঠানস্থলের ভিতরে কোন প্রকার তামাক/ তামাকজাত দ্রব্য/ নেশা জাতীয় দ্রব্যসহ প্রবেশ করা যাবে না।

৫) মোবাইল ফোনের ক্যামেরা ব্যতীত অন্য যে কোন ধরনের ক্যামেরা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

৬)  গেইট দুপুর ১২টায় খুলবে, একবার অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

৭)  মূল ফটকে টিকিটের প্রাথমিক স্ক্রিনিং হবে, তারপর স্টেডিয়ামের নম্বরযুক্ত গেইটে স্ক্যান করা হবে।

৮) বাহিরের কোন খাবার বা পানীয় নিয়ে প্রবেশ করা যাবে না।

৯)  মহিলাদের ১০ ইঞ্চি বাই ৬ ইঞ্চির চেয়ে বড় পার্স না আনার জন্য অনুরোধ করা হলো, এর চেয়ে বড় পার্স/ ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না।

১০)  শালীনতা বজায় রাখতে হবে এবং কোন প্রকার উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না।

১১)  ধারণক্ষমতা পূর্ণ হলে প্রবেশ বন্ধ রাখা হবে এবং অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠানস্থলে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং এর ব্যবস্থা থাকবে।

জাতীয় ঐতিহাসিক দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে উপযাপনের জন্যে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার স্বার্থে সিএমপির পক্ষ থেকে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর