বিশ্ব নারী দিবস উপলক্ষে মেহরাব-কণার নতুন গান

আপডেট: March 8, 2024 |
boishakhinews 35
print news

 

আজ ৮ই মার্চ, বিশ্ব নারী দিবস। এ দিনে নারীদের উজ্জীবিত করতে একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী কনা। তবে তার সঙ্গে আছেন একজন পুরুষশিল্পীও। তিনি হলেন ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী মেহরাব।

‘স্বপ্ন নয় সত্যি এ হাসি বিজয়ের, গল্প নয় কোনো এ বিজয় আমাদের’-এমন কথায় গানটি লিখেছেন তরুণ গীতিকার এন আই বুলবুল। এটির সুর-সংগীত করেছেন রেজওয়ান শেখ। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রযোজনায় গানটি তৈরি করা হয়েছে।

গানটি প্রসঙ্গে শিল্পী মেহরাব বলেন, ‘আমাদের সব ভালোর সঙ্গে নারীদের অবদান আছে।

নারীদের প্রতি সম্মান জানিয়ে এ গানটি করা হয়েছে। গানটির কথা ও সুর সবার মনে বেশ দোলা দেবে। আমি চাই শুধু নিদিষ্ট এমন দিনেই নয়, বছরের অন্য সময়েও নারীদের সম্মান জানিয়ে এমন গান করা যায়।’
গানটি প্রসঙ্গে কনা বলেন, ‘নারীদের জন্য গানটি করতে পেরে বেশ ভালো লাগছে।

Share Now

এই বিভাগের আরও খবর