রাণীশংকৈলে কৃষকদের অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা সভা অনুষ্ঠিত

আপডেট: May 12, 2024 |
inbound8520011006525974192
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় “দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প ” এর আওতায় ব্লক পর্যায়ে কৃষকদের অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ই মে (রবিবার) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৭ নং রাতোর ইউনিয়নের প্রয়াগপুর ও বাংলাগড় ব্লকের কৃষকদের নিয়ে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় সভায় বাংলাগড় কৃষি ব্লকের সভাপতি নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (কৃষিবিদ) সফিউল হাসান।

এসময় তিনি বলেন,কৃষিই সমৃদ্ধি, কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগে এক জমিতে একটি মাত্র ফসল উৎপাদন করা যেত।

এখন একই জমিতে বছরে তিনটি ফসল উৎপাদন করা হয়। আরো কিভাবে উৎপাদন বাড়ানো যায় সেই লক্ষ্যে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে এই অবহিতকরণ সভা।

আপনারা মনে করেন শীতকালিন সবজি শুধু শীতের সময়েই হয় তা নয় এখন বারো মাসেই শীতকালীন সবজি উৎপাদন করা সম্ভব।

শুধু শীতকালীন ফসল নয় সারাবছরই কিভাবে সবজি সহ অন্যান্য ফসল উৎপাদন করা সম্ভব এজন্য কৃষি বিভাগ সবসময় আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে।

এসময় সভায় রাতোর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য এরশাদ আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, আমজাদ হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর