কক্সবাজার ও কলকাতাগামী বিমানের সকল ফ্লাইট বাতিল

আপডেট: May 26, 2024 |
inbound2989390726084872126
print news

মোহাম্মদ রেজাউল করিম,চট্টগ্রাম প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজারগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

আজ রবিবার (২৬ মে) কলকাতাগামী বিজি-৩৯৫ ও আগামীকাল সোমবার (২৭ মে) বিজি-৩৯১ ফ্লাইট বাতিল করেছে বিমান চলাচল কর্তৃপক্ষ।

শনিবার (২৫ মে) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংস্থাটির জনসংযোগ শাখার কর্মকতা বোসরা ইসলাম জানান, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এসব ফ্লাইট সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিমান কতৃপক্ষ।

আজ রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত কক্সবাজার ও কলকাতাগামী সকলফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানান।

আজ রোববার সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে দেওয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সেখানে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে নতুন করে ৯ নম্বর বিপদ সংকেত দেখাতে হবে। মহাবিপদ সংকেত দেখাতে বলার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের ওই কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর