রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক দম্পতি শাকিল-রুপা

আপডেট: August 31, 2024 |
inbound2080991153005032330
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাকশ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্য কোনো মামলায় গ্রেপ্তারের আবেদন না থাকায় শাকিল ও রুপাকে আদালতের আদেশ শেষে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে পৃথক দুই মামলায় ৯ দিনের রিমান্ড শেষে দুইজনকে আদালতে হাজির করে আদাবর থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মিন্টু চন্দ্র বণিক দুজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অপরদিকে, সাংবাদিক দম্পতির পক্ষে একজন আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২২ আগস্ট পোশাকশ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর