বগুড়ায় শেখ হা‌সিনাসহ ১২২ জ‌নের না‌মে হত্যা মামলা

আপডেট: September 12, 2024 |
inbound5004528484366598018
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় রিকশাচালক আব্দুল মান্নান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর)রাতে নিহত রিকশাচালক আব্দুল মান্নান এর ছেলে রানা হামিদ বাদি হয়ে বগুড়া সদর থানায় এই মামলা দায়র করেন।

মামলায় ১২২ জনের নাম উল্লেখপুর্বক অজ্ঞাত আসামি করা হয়ছে ২০০ / ৩০০ জনকে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)সাইহান ওলিউল্লাহ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরও ৫ টি মামলা করা হয়। ওই ৫টি মামলার মধ্যে ৪ টি হত্যা এবং একটি হত্যা চেষ্টার অভিযোগ আনে হয়েছে।

গত ৪ আগস্ট দুপুরে বগুড়া শহরের বড়গোলা ট্রাফিক মোড় এলাকায় ছাত্র-জনতার একদফা আন্দোলনে এসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিকশাচালক আব্দুল মান্নান।

নিহত আব্দুল মান্নান বগুড়া সদর উপজেলার বানদিঘী এলাকার বাসিন্দা। আসামিরা আব্দুল মান্নানকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের হত্যা নির্দেশেদাতা হিসাবে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাদারণ সম্পাদক মঞ্জরুল আলম মোহন, বগুড়া শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ রফি নেওয়াজ খান রবিন,জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি,১৫নং, ওয়াড কাউন্সিলর আমিনুল ইসলাম মন্ডল, আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান মিলন,জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন,সাধারণ আমিনুল ইসলাম ডাবলু,সদর আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক,সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজা, ৪নং ওয়াড কাউন্সিলর আব্দুল মতিন সরকারসহ আরও অনেক।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)সাইহান ওলিউল্লাহ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, রিকশাচালক আব্দুল মান্নান হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ ১২২জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলায় অজ্ঞাত ২০০-৩০০জনকে আসামি করা হয়েছে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর