জয়দেবপুর স্টেশনে সকল ট্রেনের স্টপেজসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন


মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর জয়দেবপুর রেল স্টেশনে বন্ধ রাখা মাসিক টিকেট, টাঙ্গাইল কমিউটার ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু; জয়দেবপুর স্টেশনে সকল ট্রেনের স্টপেজসহ গাজীপুর-ঢাকা রেল যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর ঐতিহ্য উন্নয়ন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (১৯ অক্টোবর) গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ শামসুল হক লিখিত বক্তব্যে বলেন, জয়দেবপুর-কমলাপুর ও মধ্যবর্তী স্টেশনগুলিতে কমবেশি ১ লাখ কর্মজীবীর প্রাত্যহিক যাতায়াত এবং শিল্প-অধ্যুষিত ৭০ লাখ জনসংখ্যাররেলের মহানগরের প্রাণকেন্দ্র জয়দেবপুর স্টেশন থেকে প্রায় ২০ হাজার যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ট্রেনে যাতায়াত করে থাকে।
সড়ক পথের ভোগান্তির কারণে রেল যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জনপ্রিয় হচ্ছে এবং ট্রেনের যাত্রীচাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
অথচ অবহেলা, অব্যবস্থাপনা ও সীমাহীন দুর্নীতির কারণে সময়-সাশ্রয়ী, স্বাচ্ছন্দ্যময় ও সম্ভাবনাময় রেল যোগাযোগ ব্যবস্থায় যাত্রীরা প্রতিনিয়ত অসহনীয় বিড়ম্বনার শিকার হচ্ছে।
প্রকৌ.সামসুল হক বলেন, যদি তাদের দাবি দাবা মেনে না নেওয়া হয় তাহলে একুশে অক্টোবর থেকে সংগঠনের সকল সদস্য বৃন্দর উপস্থিতিতে জয়দেবপুর রেল স্টেশনে লাগাতার কর্মসূচি পালন করবেন বলে জানান।
সংবাদ সম্মেলনে গাজীপুর ঐতিহ্য উন্নয়ন স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।