বগুড়ায় ১১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুলতান গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর থানার অস্ত্র, মাদক ও চুরিসহ মোট ১১ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সুলতান মিয়া(৪১) কে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ অক্টোবর (বুধবার) দিবাগত রাত তিনটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় অভিযান চালিয়ে সুলতান মিয়াকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার বিকালে বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত সুলতান মিয়া শাজাহানপুর উপজেলার ডোমানপুকুর দেওয়ান পাড়া গ্রামের মৃত- আব্দুর রশিদ এর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদুদ আলম।
বিষয়টি শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম এর নিকট জানতে চাইলে তিনি জানান, গ্রেফতারকৃত ১১মামলার গ্রেফতারকৃত সুলতান মিয়া গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী।
তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চুরিসহ মোট ১১টি মামলা রয়েছে। তিনি আরও জানান,আসমীকে আজ বৃহস্পতিবার বিকালে বগুড়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।