স্বামী হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

আপডেট: November 17, 2024 |
inbound4405620496441869150
print news

ময়মনসিংহের হালুয়াঘাটে পরকীয়ার জেরে স্বামী হজরত আলীকে হত্যার দায়ে স্ত্রী সাবিনা খাতুন ও প্রেমিক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর এ রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, হজরত আলী সাবিনা খাতুনকে নিয়ে ঘর সংসার করাকালে লিয়াকত আলীর সঙ্গে সাবিনা খাতুন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে।

ঘটনার প্রায় একমাস আগে হজরত আলী তার ঘরে সাবিনা খাতুন ও লিয়াকত আলীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে দুজনকেই গালমন্দ করে।

অনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়ার পথে লিয়াকত ও সাবিনা খাতুনের স্বামী হজরত আলীকে বাধা মনে করে। তারা হজরত আলীকে হত্যার জন্য পরিকল্পনা করে।

২০২১ সালের ২৯ আগস্ট হজরত আলী হালুয়াঘাট থেকে শেরপুরের নালিতাবাড়ি যাওয়ার পথে সাবিনা খাতুন মোবাইলে হজরত আলীর অবস্থান জেনে নেয়। পরে লিয়াকত আলী কৌশলে হজরত আলীকে হালুয়াঘাট পশ্চিম কুতিকুড়া আঁতলা বিলের সামনে নিয়ে যায়।

রাত সাড়ে ১১টার দিকে লিয়াকত আলী হজরত আলীর গলায় থাকা গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। লিয়াকত আলী হত্যার বিষয়টি মোবাইলে সাবিনা খাতুনকে জানায়। পরে দুজনে মিলে লিয়াকত আলী আবাদি জমিতে হজযরত আলীর মরদেহ পুঁতে রাখে।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, নিহতের ভাই আবু নাসের বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা দায়েরের পর আদালত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক শেষে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

Share Now

এই বিভাগের আরও খবর