রাণীশংকৈলে পৃথক অভিযানে সেবনকারিসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আপডেট: January 20, 2025 |
inbound2309657946963858153
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৃথক অভিযানে ৩ জন মাদক কারবারি ও মাদক সেবনকারিকে গ্রেফতার করেছে পুলিশ।

১৮ জানুয়ারি (শনিবার) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মহল বাড়ি এলাকার মোঃ রাশেদের ছেলে সাগর (২২), বাজেবাক্সা এলাকার মৃত রণজিৎ কুমারের ছেলে শান্ত কুমার (৩৫) ও নেকমরদ ভবানন্দপুর এলাকার আতাউর রহমানের ছেলে আরমান আলী(১৯)।

থানা সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে উপজেলার মহল বাড়ি এলাকার রাশেদের ছেলে সাগর (২২) কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৩ (তিন) মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।

অপরদিকে , গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ শান্ত কুমার (৩৫) ও ১৫ পিস ইয়াবা আরমান আলী(১৯) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহা: আরশেদুল হক জানান, মাদকের বিরুদ্ধে ছাড় নয়।মাদক কারবারির বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে পুলিশের এধরনের অভিযান অব্যাহত রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর